প্রতিবছর ডিসেম্বর-জানুয়রি মাস থেকে ভর্তি ফরম পূরণ করে একাডেমীর হিসাব শাখায় সরাসরি যোগাযোগ করে নির্ধারিত ফি জমা দিয়ে বিভিন্ন প্রকার সাংস্কৃতিক প্রশিক্ষণ ( সংগীত, নৃত্য, চিত্রাংকন,আবৃত্তি, তবলা ও কম্পিউটার ) প্রশিক্ষণ প্রদান করা হয়।
সংগীত,নৃত্য---------------------------------৩ বছর মেয়াদী
চিত্রাংকন,আবৃত্তি ও তবলা-------------------- ৩ বছর মেয়াদী
কম্পিউটার ---------------------------------৬ মাস মেয়াদী
শিশু বিকাশ ও প্রাক প্রাথমিক কেন্দ্রে ৩-৬ বৎসরের শিশুদের ডিসেম্বর মাসে বিনা বেতনে শিক্ষা প্রদান করা হয়। আসন সংখ্যা (৩০+৩০) = ৬০ জন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS