Wellcome to National Portal
Main Comtent Skiped

citizen charter

 

 

 

বাংলাদেশ শিশু একাডেমি

বান্দরবান জেলা শাখা

Email- bsabandarban@gmail.com

সিটিজেন চার্টার

 

ক্র.ন

সেবার নাম

সেবা প্রদানে সর্বোচ্ছ সময়

 

প্রযোজনীয় কাগজপত্র/

আবেদন ফরম  প্রাপ্তিস্থান

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি

শাখার নামসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবি, রুম নম্বর, জেলা/উপজেলার কোড,অফিসিয়াল টেলিফোন ও  ই-মেইল

উর্ধ্বতন কর্মকর্তঅর পদবি, রুম নম্বর, জেলা/উপজেলার কোডসহ অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল

 

১.

শিশু বিকাশ ও প্রাক-প্রাথমিক কর্মসূচি

প্রতি কেন্দ্রে ৩০ জন শিশুকে এর মাধ্যমে শিশু বিকাশ এবং প্রাক-প্রাথমিক শিক্ষা দেয়া হচ্ছে। ১ বছর মেয়াদ কোর্স

বাংলাদেশ শিশু একাডেমি

 বান্দরবান জেলা শাখা

বিনামূল্যে

বান্দরবান জেলা শাখা।          জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অ:দা:)              রুম নম্বর - ২০২

 জেলা /উপজেলার কোড- ৪৬০০ টেলিফোন- ০৩৬১-৬২২২০ Email- bsabandarban@gmail.com

পরিচালক

বাংলাদেশ শিশু একাডেমি

রুম নম্বর- ১০১

জেলা/উপজেলা- ঢাকা

কোড- ১০০০

টেলিফোন- ৯৫৫০৩১৭

Email- info@shishuacademy.gov.bd

 

২.

শিশু মনন মেধা ও সাংস্কৃতিক বিকাশ

শিশুদের জন্য বিভিন্ন জাতীয় দিবস,দেশীয় সাংস্কৃতিক উৎসবে প্রতিযোগিতা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ শিশু একাডেমি

বান্দরবান জেলা শাখা

বিনামূল্যে

 

 

৩.

শিশুদের প্রশিক্ষণ

বাংলাদেশের শিশুদের সাহিত্য, সাংস্কৃতিক ও বিনোদনমূলক উন্নয়ন ও সুপ্ত প্রতিভার বিকাশ সাধনের উদ্দেশ্য শিশুদেরকে  সংগীত, নৃত্য, চিত্রাংকন,আবৃতি, তবলা (৩ বৎসর মেয়াদী) কম্পিউটার (৬ মাস মেয়াদী) প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রতি বছর (জানুয়ারি-ডিসেম্বর) সেশনে শিশুদের ভর্তি করা হয়। অস্বচছল অভিভাবকদের আবেদনের  ভিত্তিতে তাদের শিশুদের এবং প্রতিবন্ধী শিশুদের বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া হয়।

বাংলাদেশ শিশু একাডেমি

বান্দরবান জেলা শাখা

নাম মাত্র

বেতনে

 

 

৪.

শিশুদের জন্য পুস্তক ও শিশু পত্রিকা বিক্রয়

শিশুতোষ বিভিন্ন পুস্তক ও মাসিক শিশু পত্রিকা বিক্রয় করা হয়।

বাংলাদেশ শিশু একাডেমি

বান্দরবান জেলা শাখা

পুস্তকের মূল্য অনুযায়ী

প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত

 

৫.

লাইব্রেরী ও মিউজিয়াম কর্ণার

প্রতিটি জেলা কার্যালয়ে শিশুতোষ গ্রন্থ,বিভিন্ন সাহিত্যকর্ম প্রকাশনা, জার্নাল ও সাময়িকী নিয়ে গঠিত একটি লাইব্রেরী কর্ণার রয়েছে। জেলার পরিচিত,ইতিহাস,ঐতিহ্য,বিশিষ্ট ব্যক্তিত্ব যারা স্থানীয় শিশু কিশোরদের উৎসাহ উদ্দীপনার প্রতীক হতে পারেন তাদের কর্মজীবন ও সৃষ্টির সঙ্গে শিশুদের পরিচয় করানোর জন্য রয়েছে একটি মিউজিয়াম কর্ণার

বাংলাদেশ শিশু একাডেমি

বান্দরবান জেলা শাখা

বিনামূল্যে

প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত